ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউড নারীদের শক্তিশালী রূপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
বলিউড নারীদের শক্তিশালী রূপ (উপরে বাঁ থেকে) শাবানা আজমি, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, রানী মুখার্জি ও আনুশকা শর্মা

আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে চলছে নানা বিশ্লেষণ। নারী অধিকার প্রতিষ্ঠায় মানবসমাজ কতোটা এগিয়েছে, এমন জিজ্ঞাসা জেগেছে অনেকের মনে। বিশেষ এই দিনটিকে নিয়ে বলিউড নারীরা অনেকেই মত প্রকাশ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা জানান, ‘আমরা সকলে সবসময় নারীদের স্বাধীনতা ও সুযোগ দিয়ে আসছি। কিন্তু সত্যি অর্থে কি কখনও তাদের সম্মান করেছি?’

আরেক অভিনেত্রী হুমা কুরেশি তার টুইটারে লিখেছেন, ‘যখন আমি মুম্বাই এসেছি ঠিক সে সময় থেকে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম আমি বলিউডে ফিট নয়, মাথা উঁচু করে দাঁড়াবো। এ ছাড়া আমি যা করি এবং যেখান থেকেই আসি না কেনো একজন নারী হিসেবে আমার সব ধারণা রয়েছে।

এমনকি আমার পরিবার সবসময় পাশে থেকেছে। তাই আমার মনে হয় না, আমাকে কারও শাসনের প্রয়োজন আছে। ’

বলিউডে অনেক নারিকেন্দ্রিক ছবি নির্মিত হয়েছে। বক্স অফিসেও সাড়া ফেলেছে সেগুলো। এমন কিছু নারীকেন্দ্রিক ছবিতে সাহসী ও অনুপ্রেরণাদায়ক চরিত্রে অভিনয় করেছে অভিনেত্রীরা। এমনই কয়েকটি নারী চরিত্র নিয়ে এই লেখা—

শাবানা আজমিশাবানা আজমি (অর্থ)
একজন নারী যাকে তার স্বামী ধোঁকা দেন। এ কারণে একটা সময় বিষন্নতার মধ্যে ভুগতে থাকেন তিনি। কিন্তু এক সময় সাহস করে সেই বিষন্নতা থেকে বেরিয়ে আসেন। এখানেই শেষ নয়, সেই ধোঁকাবাজ স্বামীকে মাফ করে দিয়ে চলে যেতে বলেন। বলিউড অভিনেত্রী শাবানা আজমিকে এমনই এক চরিত্রে দেখা গেছে ‘অর্থ’ ছবিতে।

মাধুরী দীক্ষিতমাধুরী দিক্ষীত (গুলাব গ্যাং)
‘গুলাব গ্যাং’ ছবিতে একজন গ্রাম্য সাহসী নারীর চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দিক্ষীত। যিনি পারিবারিক সহিংসতা ও যৌতুক বন্ধে লড়াই করে।

বিদ্যা বালানবিদ্যা বালান (কাহানি)
একজন অন্তঃসত্ত্বা নারী যিনি তার স্বামীর খোঁজে ভারতে আসেন। কিন্তু শেষ দিকে এক সাহসী নারীর পরিচয় দেন সেই তিনি। ‘কাহানি’ ছবিতে এমনই একটি চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান।

রানী মুখার্জিরানী মুখার্জি (মারদানি)
‘মারদানি’ ছবিতে একজন নারী ইন্সপেক্টর শিবানী শিবাজি রয় চরিত্রে অভিনয় করেছিলেন রানী মুখার্জি। এই চরিত্রটিতে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন আদিত্যপত্নি।

শ্রীদেবী শ্রীদেবী (ইংলিশ ভিংলিশ)
একজন মা যিনি ইংরেজিতে কথা বলতে না পারায় নিজেদের সন্তানদের ভালোবাসা থেকে বঞ্চিত ছিলেন। এমনকি নিজের স্বামীর কাছেও কোনো মূল্যায়রন পায় না। এসব সহ্য না করতে পেরে একটা সময় ঠিক করে ফেলেন যেভাবেই হোক ইংলিশ শিখবেন তিনি। আর এমনটা করে সফলও হন। ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে এমনই এক সাহসী চরিত্রে দেখা গেছে শ্রীদেবীকে।    

আনুশকা শর্মা (এনএইচটেন)
‘এনএইচটেন’ বলিউডের এই অভিনেত্রীর প্রথম প্রযোজিত ছবি। যেখানে নিজের সম্পর্কের অধিকারের জন্য লড়াই করতে হয়েছিলো তাকে। এমনকি ছবিতে বেশ কয়েকজনের সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছে তাকে।

তাপসি পান্নুতাপসি পান্নু (পিঙ্ক)
‘পিঙ্ক’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। কিন্তু তাপসি পান্নু একটি শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছেন। যিখানে তিনি তার ও তার ন্যায়ের জন্য যে কোনো সীমানা পার করতে পারবেন।

আলিয়া ভাট (হাইওয়ে)
একজন মেয়ে যে তার জীবনের সব অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সত্য বলতে শিখে। ‘হাইওয়ে’ ছবিতে এমনই চরিত্রে দেখা গেছে আলিয়া ভাটকে।  

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।