ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিষেক-ঐশ্বরিয়া কেন হাসপাতালে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
অভিষেক-ঐশ্বরিয়া কেন হাসপাতালে? হাসপাতালে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতি

বচ্চন পরিবারের সবাই ভালো ও সুস্থ আছেন— এমনটা মনে করা হলেও একটি কারণে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার (৭ মার্চ) মধ্যরাতে হাসপাতালে দেখা গিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতিকে।

সম্প্রতি মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে দেখা গেছে এই তারকা জুটিকে। কারণ, সেখানে ভর্তি রয়েছে অ্যাশের বাবা কৃষ্ণরাজ রাই।

সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তারা। হাসপাতাল থেকে বেরোনোর সময় বেশ চিন্তিত দেখাচ্ছিলো অভিষেক বচ্চনকে।

খুব শিগগিরই অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘গুলাব জামুন’ ছবিতে দেখা যাবে এই জুটিকে। এর মধ্য দিয়ে সাত বছর পর রূপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে তাদের। সর্বশেষ ২০০৮ সালে ‘রাবণ’ ছবিতে দেখা গিয়েছিলো অভিষেক-ঐশ্বরিয়াকে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।