ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমের নতুন সাম্পানে দেব, সঙ্গী টিলডা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
প্রেমের নতুন সাম্পানে দেব, সঙ্গী টিলডা ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী ফ্রিদা পিন্টোর সঙ্গে প্রেমের সম্পর্কের পাট চুকে গেছে। এবার নতুন সম্পর্কে জড়ানোর আভাস দিলেন দেব প্যাটেল। প্রেমের সম্পানে ভাসতে শুরু করেছেন হলিউডের এই অভিনেতা। অষ্ট্রেলিয়ান অভিনেত্রী টিলডা কোবহাম-হারভের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দেব— গুঞ্জণ এখন এমনই।

সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি লেকে নতুন প্রেমিকাকে নিয়ে নৌকা ভ্রমণে গিয়েছিলেন ‘স্লামডগ মিলিনিয়ন’খ্যাত এই তারকা। যেখানে হাতে হাত রেখে ঘুরছিলেন তারা।

এমনকি প্রকাশ্যে একে অপরকে জড়িয়ে ধরে চুম্বনও করেছেন। যা বন্দি হয়েছে পাপারাজ্জিদের ক্যামেরায়। তবে এসবে কোনো পাত্তা না দিয়ে বরং প্রেমিকাকে নিয়ে স্বাচ্ছন্দে ঘুরে বেড়িয়েছেন তিনি।

ছবি: সংগৃহীতনৌকা ভ্রমণ শেষে প্রেমিকাকে নিয়ে বইয়ের দোকানে গিয়েছিলেন দেব। সেখান থেকে বাড়ি ফেরার পথে দু’জনে কেনাকাটাও করেছেন।  

স্থিরচিত্র দেখে অনুমান করা হচ্ছে, নতুন প্রেমিকাকে মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন দেব।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।