ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিচ্ছেদের পথে স্কারলেট জোহানসন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
বিচ্ছেদের পথে স্কারলেট জোহানসন রোমেইন ডাউরিয়েক ও স্কারলেট জোহানসন (ছবি: সংগৃহীত)

স্বামী রোমেইন ডাউরিয়েকের সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। এর মধ্য দিয়ে তিন বছরের সংসারের ইতি টানছেন তারা।

রোমেইন ডাউরিয়েকের আইনজীবী হ্যারল্ড মেরসন বিষয়টি নিশ্চত করে জানান, মঙ্গলবার নিউ ইয়র্ক সিটি কোর্টে একটি মামলা দায়ের করেছেন ‘অ্যাভেঞ্জারস’খ্যাত তারকা। তবে বিচ্ছেদের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি।

২০১৪ সালে প্রাক্তন এই ফ্রেন্স সাংবাদিককে বিয়ে করেছিলেন জোহানসন। রোজ নামে তাদের একটি মেয়ে রয়েছে।

এর আগে ২০০৮ সালে হলিউড অভিনেতা রায়ান রেনোল্ডসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্কারলেট। পরে ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।