ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিনি নায়ক রিয়াজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
তিনি নায়ক রিয়াজ রিয়াজ (ছবি: সংগৃহীত)

‘হারিয়ে যাওয়া প্রিয়জনের জন্য অপেক্ষা করতে করতে বয়স বেড়ে যায়, লোকটি তবু সাগর সৈকতে অপেক্ষা করে আর বাঁশি বাজায়’— কথাগুলো বলছিলেন রিয়াজ। জনপ্রিয় এই অভিনেতা এখন কক্সবাজারে নাটকের শুটিং করছেন। 

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে রিয়াজ বলেন, ‘নতুন নাটকের শুটিং করছি। চরিত্রটি একটু আলাদা।

গেটআপে ভিন্নতা আনা হয়েছে। আমি উপভোগ করছি। ’

জানা যায়, ছয় পর্বের ধারাবাহিক ‘মায়া’তে রিয়াজের সঙ্গে জুটি বেঁধেছেন প্রভা। সঙ্গে আছেন ইমতু রাতিস, মীরাক্কেলের জামিল হোসেন, রানী আহাদ প্রমুখ। এটি নির্মাণ করছেন মিনহাজ অভি।  

এদিকে রিয়াজ ও নওশাবা অভিনীত ‘বিখ্যাত বাবু’ শিরোনামের নাটকটি ১০ মার্চ রাত ৯টায় প্রচার হবে এটিএন বাংলায়। পরিচালনা করেছেন বাশার জর্জ।

রিয়াজ এই নাটকটি নিয়ে বলেন, ‘এটি একটি সামাজিক সচেতনতামূলক নাটক। কাজটি করে আমার বেশ ভালো লেগেছিলো। দর্শকও উপভোগ করবেন। ’

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।