ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দ্বিতীয় কিস্তি নিয়ে ঢাকায় জন উইক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
দ্বিতীয় কিস্তি নিয়ে ঢাকায় জন উইক ‘জন উইক: চ্যাপ্টার টু’ ছবির পোস্টার

পোষা কুকুরকে মেরে ফেলায় প্রতিশোধ নেওয়ার জন্য পুরনো পেশায় ফিরে গিয়েছিলেন মালিক। এমনই কাহিনি নিয়ে ২০১৪ সালে মুক্তি পেয়েছিলো দুর্দান্ত অ্যাকশনে পরিপূর্ণ ‘জন উইক’ ছবিটি। এবার এসেছে এর দ্বিতীয় কিস্তি। ‘জন উইক: চ্যাপ্টার টু’ মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

আগের ছবির সাফল্যর পর কিয়ানু রিভস আবারও ফিরেছেন জন উইকের চরিত্রে। সঙ্গে আছেন লরেন্স ফিশবার্ন, ইয়ান ম্যাকসেন, পিটার স্টোরমেয়ার, থমাস সেডস্কি, পিটার  সেরাফিনোউইজের মতো তারকারা।

প্রথম কিস্তির মতোই গতিশীল মারামারি বা রোম নগরীর অনন্য দৃশ্যাবলী দর্শকের প্রত্যাশা মিটিয়েছে। এর ফল মিলেছে বক্স অফিসেও। ৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে তৈরি ছবিটি এরই মধ্যে আয় করেছে প্রায় ১৪৪ মিলিয়ন ডলার। প্রথম পর্বের সেই চাদ স্ট্যাহেলস্কি থাকছেন নির্মাতার আসনে।  

জন উইক একজন সাবেক হিটম্যান। সবকিছু ছেড়ে সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়। এমন সময় তার কাছে প্রস্তাব নিয়ে আসে ইটালিয়ান বংশোদ্ভূত এক মাফিয়া। জন প্রস্তাব ফিরিয়ে দেয়। এজন্য তাকে মূল্য দিতে হয়। সে সিদ্ধান্ত নেয় কাজটি করবে। দুরন্ত সাহসিকতা আর বুদ্ধিমত্তা দিয়ে সব বাঁধা জয় করে সামনে এগিয়ে যায় জন।  

শুক্রবার (১০ মার্চ) থেকে স্টার সিনেপ্লেক্সে চলবে ‘জন উইক: চ্যাপ্টার টু’। একই প্রেক্ষাগৃহে একই দিন থেকে আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ‘কং: স্কাল আইল্যান্ড’ ছবিটি। বৃহস্পতিবার (৯ মার্চ) ছবিটির বিশেষ প্রদর্শনী উপভোগ করবেন আমন্ত্রিত অতিথিরা।  

* ‘জন উইক: চ্যাপ্টার টু’-এর ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসও   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।