ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এসিড দগ্ধ নারীকে বাড়ি উপহার দিলেন বিবেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এসিড দগ্ধ নারীকে বাড়ি উপহার দিলেন বিবেক বিবেক ওবেরয় (ছবি: সংগৃহীত)

সামাজিক কর্মকাণ্ডে নিজেকে এগিয়ে রেখেছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। নারী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, চক্ষুদান কর্মসূচি অথবা মাদক মুক্ত সমাজ গঠন— সবখানে আছেন তিনি।

কিছুদিন আগে নিজের কোম্পানির নারী কর্মীদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করে খবরের শিরোনামে এসেছিলেন বিবেক। এবার নারী দিবসে এসিড দগ্ধ এক নারীর পাশে দাঁড়িছেন তিনি।

গত ৮ মার্চ ছিলো আর্ন্তজাতিক নারী দিবস। এদিন লতা নামে এসিড দগ্ধ এক নারীকে বাড়ি উপহার দিয়েছেন ৪০ বছর বয়সী এই অভিনেতা। এখানেই শেষ নয়, বাড়ির পাশাপাশি তাকে চাকরিও দিয়েছেন বিবেক।

এ প্রসঙ্গে ‘ক্রিস থ্রি’খ্যাত এই তারকা বলেন, ‘লতার সঙ্গে প্রথম দেখায় জানতে পারি ওর একটি চাকরির প্রয়োজন। এরপর দক্ষতা দেখে আমার নিজের কোম্পানিতে একটি চাকরি দেই ওকে। এরপর ভাড়া বাসায় থাকার কথা শুনে লতাকে একটি বাড়ি উপহার দেওয়া সিদ্ধান্ত নিই। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।