ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অনিলপুত্র প্লাস সাইফকন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
অনিলপুত্র প্লাস সাইফকন্যা সারা আলি খান ও হর্ষবর্ধন কাপুর (ছবি: সংগৃহীত)

অভিনেতা অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর ও সাইফ আলি খানের মেয়ে সারা খান। একজনের বলিউডে অভিষেক হয়েছে, অন্যজন আসি আসি করছেন। বলিউড মহলে এখনই গুঞ্জন শুরু হয়েছে যে, ওরা নাকি প্রেম করছেন!

একটি প্রতিবেদন বলছে, বুধবার (৮ মার্চ) রাত ১০টা ১৯ মিনিটে মুম্বাইয়ের আন্ধেরির ইন্ডিগো রেস্টুরেন্টে গিয়েছিলেন হর্ষবর্ধন ও সারা। এখানে পাশাপাশি বসে একে অপরের হাতে হাত রেখে অনেকক্ষণ আড্ডা দিয়েছেন।

এ সময় সারার পরনে ছিলো টিশার্ট ও শর্টস এবং হর্ষবর্ধনের পরনে ছিলো ডেনিমের প্যান্ট ও টিশার্ট।

এখানেই শেষ নয়, কিছুদিন আগে প্রেমিককে নিয়ে সৎ মা কারিনা কাপুর খানের বাড়িতেও না-কি বেড়াতে গিয়েছিলেন সাইফকন্যা।

নিজের স্টাইলের কারণে সবসময় খবরের শিরোনামে থাকেন সারা আলি খান। এ ছাড়া খুব শিগগিরই বলিউডে পা রাখছেন তিনি। এদিকে, ‘মিরজিয়া’ ছবির মাধ্যমে বলিউডে এসেছেন হর্ষবর্ধন কাপুর।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।