ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সানি কি রামকে ক্ষমা করবেন?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
সানি কি রামকে ক্ষমা করবেন? সানি লিওন (ছবি: সংগৃহীত)

‘আমি চাই পৃথিবীর সব নারীরা পুরুষদের তেমন আনন্দ দিক, যেমনটা সানি লিওন দেন।’ আন্তর্জাতিক নারী দিবেসে সানি লিওনকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনটাই লিখেছিলেন নির্মাতা রাম গোপাল ভার্মা। এ কারণে তোপের মুখে পড়তে হয়েছে তাকে। এমনকি তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে।

ঘটনার এ পর্যায়ে সানির কাছে ক্ষমা চাইলেন রাম। এ প্রসঙ্গে টুইটারে ‘সরকার’খ্যাত এই নির্মাতা লিখেছেন, ‘আমি শুধু আমার মনের কথাটাই বলেছিলাম।

কিন্তু নারী দিবসের মতো এমন একটি দিনে আমার অসংবেদনশীল টুইটের জন্য ক্ষমা প্রার্থনা করছি। ’ এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সানি কি রামকে ক্ষমা করবেন?

রামের ক্ষমা চাওয়ার পরও হয়তো ক্ষোভ কমেনি সানি লিওনের। এ কারণে নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন ‘জিসম টু’খ্যাত এই তারকা। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি সব খবর পড়েছি। আমার বিশ্বাস পরিবর্তন তখনই আসবে যখন আমাদের কণ্ঠ এক হবে। সুতরাং ভেবেচিন্তে কথা বলুন। ’   

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।