ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হলিউড-বলিউড আলাদা নয় দীপিকার কাছে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
হলিউড-বলিউড আলাদা নয় দীপিকার কাছে দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

হলিউডে কাজ করে সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে পশ্চিমাবিশ্ব ও বলিউডে কাজ করার অভিজ্ঞতা কেমন— এমন প্রশ্নের জবাবে বলিউডের এই অভিনেত্রী বলেছেন, ‘দুই ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা একই রকম, কোনো ভিন্নতা নেই।’

‘বাজিরাও মাস্তানি’খ্যাত তারকা দীপিকা আরও বলেন, ‘হলিউড ও বলিউড দু’টি আলাদা ইন্ডাস্ট্রি, দুটি স্থান থেকেই অভিজ্ঞতা বা শিক্ষা নেওয়ার আছে। একটি ছবির সেট কিন্তু ছবির সেটই।

কোনো পরিবর্তন নেই এর মাঝে। দু’টির সৃজনশীল প্রক্রিয়াও একই। এ দু’টিকে আমি আলাদা ক্যারিয়ার হিসেবে দেখি না। আমার জন্য দু’টি একই জার্নির অংশ। ’

সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা। এতে তার সহশিল্পী রণবীর সিং ও শহিদ কাপুর।     

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।