ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বীণায় বিচ্ছেদের সুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
বীণায় বিচ্ছেদের সুর বীণা মালিক (ছবি: সংগৃহীত)

একসঙ্গে আর থাকা সম্ভব হচ্ছেনা—এমন অভিযোগ এনে স্বামী আসাদ বশির খানের সঙ্গে বিচ্ছেদ ঘটাতে চাইছেন বীণা মালিক। এর মধ্য দিয়ে তিন বছরের সংসারের ইতি টানছেন তারা। জানুয়ারিতে লাহোরের একটি পারিবারিক আদালতে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন পাকিস্তানের এই অভিনেত্রী। এমনকি তিন মাস ধরে না-কি আলাদাও থাকছেন এই দম্পতি।

বিচ্ছেদের আবেদনের সময় আসাদের কাছ থেকে ২৫ শতাংশ ‘হক মোহর’ (দেন মোহর) চেয়েছিলেন বীণা। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি আসাদ বশির খান।

২০১৩ সালে দুবাই ব্যবসায়ী আসাদ বশির খানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বীণা মালিক। তাদের সংসারে আবরাম ও আমাল নামে দুটি ছেলেও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।