ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিবের কথা বলে লাভ নেই: রুবেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
শাকিবের কথা বলে লাভ নেই: রুবেল এফডিসিতে ‘বিধ্বস্ত’ ছবির শুটিংয়ে রুবেল, ছবি: রাজীন চৌধুরী

এক সময়ের সুপারস্টার চিত্রনায়ক রুবেল চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ইস্যু নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। পর্দার চরিত্রের মতো বাস্তবেও প্রতিবাদী তিনি। ‘লড়াকু’খ্যাত এই নায়কের জ্বালাময়ী বক্তব্য শুনেছেন পাঠক। সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন অ্যাকশন হিরো রুবেল।

শনিবার (১১ মার্চ) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে রুবেল জানান, চলচ্চিত্রে কাজের পরিবেশ সংকীর্ণ হয়ে এসেছে। এখানে ভিনদেশি শিল্পী ও ব্যবসায়ীদের দৌড়াত্ম বেড়েছে।

সবশেষ শাকিবের হাত ধরে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস বাংলাদেশে অনুপ্রবেশ করতে যাচ্ছে, এমনটা শুনে হতাশা প্রকাশ করেছেন রুবেল।  

তিনি বলেন, ‘এটা কেমন কথা! আমরা যেখানে নিজেরা দাঁড়াতে পারছি না, সেখানে অন্যদের অবস্থান তৈরি করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। এটা হতে দেওয়া হবে না। আমি এসব ব্যাপারে আগে থেকেই খোলাখুলি কথা বলেছি। প্রয়োজনে আবারও আন্দোলন করা হবে। ’

বাংলাদেশে ভিন ভাষা বা ভিনদেশি ছবির মুক্তির ব্যাপারে নীতিমালা মানা হচ্ছে না বলে মনে করেন রুবেল। তিনি মনে করেন যৌথ প্রযোজনায়ও স্পষ্টতা নেই। এসব পরিস্থিতির জন্য তিনি প্রযোজক সমিতিকে দায়ি করেছেন। তার মতে, প্রযোজক সমিতির নেতাদের মধ্যে ঐক্য নেই।  

অন্যদিকে কিংখান খ্যাত নায়ক শাকিব খানের সাম্প্রতিক ভূমিকা বা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ৫৬ বছর বয়সী অভিনেতা রুবেল। তিনি বলেন, ‘শাকিবের কথা বলে লাভ নেই। তার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। দেশীয় চলচ্চিত্রের স্বার্থ রক্ষায় একদিন কাফনের কাপড় পরে আন্দোলন করেছিলেন তিনি। সেটা হয়তো তিনি ভুলে গেছেন, অন্যরা ভুলে যায়নি। ’

‘বিধ্বস্ত’ ছবির শুটিংয়ে রুবেল, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমমাসুম পারভেজ রুবেল জানান, দেশের চলচ্চিত্র রক্ষার ক্ষেত্রে সরকারই পারে মুখ্য ভূমিকা রাখতে। তিনি বলেন, ‘সরকার চাইলে তিন মাসের মধ্যে পরিস্থিতি আমাদের অনুকূলে আসবে। এ ব্যাপারে ইনু ভাই (তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু) এগিয়ে আসতে পারেন। আমি সব সময় চলচ্চিত্রের স্বার্থে কাজে করেছি, ভবিষ্যতেও করবো। মৃত্যুর আগ পর্যন্ত দেশের জন্য লড়াই করবো। ’

বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন রুবেল। বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করছেন তিনি। ‘বিধ্বস্ত’, ‘বীর বাঙালি’, ‘অপরাধ জগত’ প্রভৃতি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত আছেন রুবেল।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।