ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লাকী আখন্দের জন্য ‘তোমার যতো গান’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
লাকী আখন্দের জন্য ‘তোমার যতো গান’ (ভিডিও) ‘তোমার যতো গান’-এর প্রচ্ছদ

লাকী আখন্দের গাওয়া ও সুর করা বিভিন্ন কালজয়ী গানের কিছু শব্দ-পংক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন একটি গান। এর নাম ‘তোমার যতো গান’। কিংবদন্তি এই শিল্পী ও মুক্তিযোদ্ধাকে উৎসর্গ করে এটি গানটি করেছেন কয়েকজন প্রবাসী শিল্পী।

‘বারে বারে যুগে যুগে
থাকবে তোমারই নাম
লেখা হয়ে আছে বুকেরই পাঁজরে
তোমার যত গান!

ভোলা কি যাবে ‘এই নীল মণিহার’
‘আবার এলো যে সন্ধ্যা’
যাবে না ভোলা ‘আজ আছি কাল নেই অভিযোগ রেখো না’
কতো স্মৃতি কতো গান বেঁধেছে এই প্রাণ সুরের মিছিল বলে তাই

ভোলা কি যাবে ‘কবিতা পড়ার প্রহর’ ‘যেখানে সীমান্ত তোমার’
যাবে না ভোলা ‘আমায় ডেকো না
ফেরানো যাবে না ‘ আর’
কতো স্মৃতি কতো গান বেঁধেছে এই প্রাণ সুরের মিছিল বলে তাই’— 

তিতাস কাজী ও সঞ্জয় মুখার্জির এমন কথায় গানটিতে সুর দিয়েছেন কাজী তিতাস, কণ্ঠ দিয়েছেন ছয়জন শিল্পী। তারা হলেন— সুমন শরীফ, এ আই রাজু, মোল্লা বাবু, লাবনী বড়ুয়া, পরশ মনি ও তিতাস কাজী।

এতে যৌথভাবে সংগীতায়োজন করেছেন লাবু রহমান ও ফোয়াদ নাসের বাবু। আর ভিডিওটি তৈরি করেছেন শিবলী হাসান।  

‘তোমার যতো গান’-এর ভিডিওর দৃশ্য (ছবি: সংগৃহীত)একটি গান নিয়েই প্রকাশ হয়েছে ‘তোমার যতো গান’-এর সিডি। পাশাপাশি ৭ মার্চ শিল্পী তিতাস কাজীর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে এর ভিডিও। লন্ডনে ধারন করা ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পী ও কলাকুশলীরা।   

এদিকে গানটি তিতাস তার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন। সেখানে ইতিবাচক মন্তব্য করেছেন সংগীতাঙ্গনের মানুষেরা। তাদের মধ্যে অন্যতম হলেন— সুরকার-গায়ক আশিকুজ্জামান টুলু, গায়িকা ফাহমিদা নবী, গায়ক হাসান আবিদুর রেজা জুয়েল, সংগীত পরিচালক রাজা কাশ্যফ প্রমুখ।

ছবি: সংগৃহীত‘তোমার যতো গান’ এরই মধ্যে শুনেছেন ও দেখেছেন হাসপাতালে শায়িত লাকী আখন্দ। তার ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু শনিবার (১১ মার্চ) বিকেলে বাংলানিউজকে জানান, গানটি পছন্দ করেছেন লাকী আখন্দ। তিনি শিল্পীদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন। টিংকু এই বার্তা পৌঁছে দিয়েছেন সংশ্লিষ্টদের।  

টিংকু আরও জানান, এর আগে লাকী আখন্দের চিকিৎসা তহবিল সংগ্রহে কাজ করেছেন তিতাস কাজী ও তার দল। লন্ডনে কনসার্ট করে শিল্পীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছিলেন তারা।

* ‘তোমার যতো গান’-এর ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।