ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার হোলিকে ‘না’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এবার হোলিকে ‘না’ অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, অক্ষয় কুমার ও টাইগার শ্রফ (ছবি: সংগৃহীত)

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও বছরের প্রথম উৎসব হোলি অনুষ্ঠিত হবে ১২ মার্চ। হোলি মানেই রঙের খেলা। হোলি নিয়ে রয়েছে অসংখ্য চলচ্চিত্র ও গান। কিন্তু এ বছর বলিউডের কয়েকজন নামিদামি তারকা হোলি পালন করবেন না। কিন্তু কেনো?

অমিতাভ বচ্চন
পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই হাসপাতালে ভর্তি। আত্মীয়কে হাসপাতালে রেখে উৎসব করা যায় না।

তাই এ বছর হোলি না পালনের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি এই অভিনেতা।

শাহরুখ খান
বর্তমানে তিন সন্তান আরিয়ান, সুহানা, আবরাম ও স্ত্রী গৌরি খানকে নিয়ে লন্ডনে রয়েছেন কিং খান। তাই তারাও এ বছর হোলি খেলতে পারছেন না।

অক্ষয় কুমার
নিজের আসন্ন ছবির দৃশ্যধারণের জন্য মধ্য প্রদেশে গিয়েছেন অক্ষয় কুমার। এ কারণে ঠিকভাবে হোলির পরিকল্পনা করতে পারেনি ‘খিলাড়ি’খ্যাত এই তারকা।

টাইগার শ্রফ
“হোলির দিন ‘মুন্না মাইকেল’ ছবির দৃশ্যধারণ থাকবে। তাই এবার কোনোভাবেই হোলি খেলতে পারবো না। ” সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগার।
 
ক্যাটরিনা কাইফ
‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’-এর দৃশ্যধারণের জন্য অষ্ট্রিয়া আছেন ক্যাট। ফলে বলিউডের এই অভিনেত্রীর কপালেও এবার রঙ ছোঁড়ার সৌভাগ্য হলো না।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।