ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

খানদের সম্মানে কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
খানদের সম্মানে কারিনা আমির খান, শাহরুখ খান, সালমান খান, সাইফ আলি খান ও কারিনা কাপুর খান

প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একমাত্র কারিনা কাপুরই অভিনয় করেছেন ‘খান’ খেতাবের চার অভিনেতার বিপরীতে। তারা হলেন আমির খান, শাহরুখ খান, সালমান খান ও সাইফ আলি খান। এবার তাদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাবেন কারিনা।

অনেক বলিউড তারকাই বিভিন্ন অনুষ্ঠানে চার খানকে সম্মান জানিয়েছেন। তালিকায় যুক্ত হলো কারিনা কাপুরের নাম।

এবার জি সিনে অ্যাওয়ার্ডে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বলিউডের চার খানকে সম্মান জানাবেন তিনি।

শুক্রবার (১০ মার্চ) নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বেবো (কারিনার ডাকনাম)। মা হওয়ার পর এই প্রথম অনুষ্ঠানে পরিবেশনা নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এ কারণে বেশ উচ্ছ্বসিত ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত তারকা কারিনা।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরিবেশনা নিয়ে কারিনার মুখপাত্র বলছে, “খানদের শ্রদ্ধা জানানোর জন্যই এমনটি করবেন কারিনা। তিনি ‘বজরঙ্গি ভাইজান’ (সালমান খান), ‘থ্রি ইডিয়টস’ (আমির খান), ‘রা ওয়ান’ (শাহরুখ খান) ও ‘তাশান’ (সাইফ আলি খান) ছবির গানে নাচবেন। ”

তিনি আরও জানান, অনুষ্ঠানে মনীষ মালহোত্রার ডিজাইন করা পোষাক পরবেন কারিনা।

অনুষ্ঠানে ক্যাটরিনার কাইফের পরিবর্তে নাচবেন কারিনা। কেননা কিছুদিন আগে পিঠে চোট পেয়েছেন ক্যাট। এ কারণে এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। কারিনার পাশাপাশি অনুষ্ঠানে আরও দেখা যাবে সানি লিওন, বরুণ ধাওয়ান, আলি ভাটসহ প্রমুখ শিল্পীদের।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।