ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ইচ্ছে তাই’ গাইলেন অপূর্ব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
‘ইচ্ছে তাই’ গাইলেন অপূর্ব অপূর্ব

‘ফ্যানপেইজ’সহ বেশ কিছু নাটক-টেলিছবিতে অভিনেতা অপূর্ব গান গেয়েছিলেন। মঞ্চেও গাইতে দেখা যায় তাকে। এরই ধারাবাহিকতায় নতুন টেলিছবিতে গেয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

জাফরীন সাদিয়ার রচনায় মিজানুর রহমান আরিয়ানের চিত্রনাট্য ও পরিচালনায় ‘ইচ্ছে তাই’ টেলিছবিতে অভিনয়ের পাশাপাশি পাওয়া যাবে গায়ক অপূর্বকে। আনোয়ার হোসেন আদরের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

সম্প্রতি গানটিতে কণ্ঠ দিয়েছেন অপূর্ব।  

আরিয়ান জানান, অপূর্ব এর আগেও তার নাটকেই গেয়েছেন। বরাবরের মতো এই গানটিও শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবেন বলে মনে করেন অপূর্ব।

‘ইচ্ছে তাই’ নাটকের অপূর্বর সহশিল্পী থাকছেন জেনি। আরও আছেন লুৎফর রহমান জর্জ, অন্তরা আজিম, কুমকুম আহসান প্রমুখ। অচিরেই ‘ইচ্ছে তাই’ নাটকটি দেখা যাবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।