ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বাহুবলী’র সেই কাটাপ্পা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
‘বাহুবলী’র সেই কাটাপ্পা ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবি পোস্টার

‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলির টুইটার পেজে গেলেই খুশি হওয়ার উপলক্ষ্য পাবেন দর্শকরা! কারণ বহুল প্রতীক্ষিত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির আরও একটি নতুন পোস্টার শেয়ার করেছেন তিনি। এতে দেখা যাচ্ছে মহেন্দ্র বাহুবলীর বাবা অমরেন্দ্র বাহুবলীকে কোলে নিয়ে আছেন কাটাপ্পা এবং সেই অমরেন্দ্রকেই নিজের হাতে খুন করছেন তিনি।

২০১৫ সালের জুলাইয়ে মুক্তি পায় ‘বাহুবলী: দ্য বিগিনিং’। দক্ষিণ ভারতের সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় এটি আছে ওপরের সারিতে।

ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মাণাধীন ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবিতে দেখা যাবে অমরেন্দ্র বাহুবলী ও দেবাসেনার প্রেম কাহিনি। নতুন পোস্টার শেয়ার করে রাজামৌলি লিখেছেন— ‘যে ছেলেকে নিজে হাতে মানুষ করেছেন, তাকেই আবার নিজ হাতে খুন করেছেন। ’

এবারের পর্বেও ভাল্লালা দেবার ভূমিকায় দেখা যাবে রানা দাগ্গুবাতিকে। এ ছাড়া কাটাপ্পা চরিত্রে ফিরছেন সত্যরাজ। ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দিতে মুক্তি পাবে এ বছরের ২৮ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।