ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সঞ্জয়রূপী ছেলেকে এখনও দেখেননি মা নিতু কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
সঞ্জয়রূপী ছেলেকে এখনও দেখেননি মা নিতু কাপুর রণবীর কাপুর ও নিতু কাপুর (ছবি: সংগৃহীত)

বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি ছবিতে সঞ্জয় চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। ছবিতে নিজের চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে ওজন বাড়ানো থেকে শুরু করে জেলে পর্যন্ত থাকতে হচ্ছে ‘তামাশা’খ্যাত এই তারকাকে। কিন্তু যে চরিত্রের জন্য এতোকিছু সেই সঞ্জয়রূপী ছেলেকে না-কি এখনও পর্যন্ত দেখেননি মা নিতু কাপুর।

বলিউড লাইফে দেওয়া এক সাক্ষাৎকারে নিতু কাপুর জানান, ‘ছবিটি নিয়ে সঞ্জয়ের মতো আমি নিজেও অনেক উচ্ছ্বসিত। কবে প্রেক্ষাগৃহে আসবে সে অপেক্ষায় রয়েছি।

তবে সত্যি বলতে আমি এখনও পর্যন্ত রণবীরের সঞ্জয়রূপ দেখিনি। ’

জুনে ছবিটির দৃশ্যধারণে কাজ শেষ হবে। রণবীরের পাশাপাশি ছবিতে আরও দেখা যাবে, আনুশকা শর্মা (সাংবাদিক), ভিকি কুশল (সঞ্জয় দত্তের বন্ধু), সোনম কাপুর (সঞ্জয়ের প্রেমিকা), মনীষা কৈরালা (সঞ্জয়ের মা), পরেশ রাওয়াল (সঞ্জয়ের বাবা) ও দিয়া মির্জাকে (সঞ্জয়ের স্ত্রী)। বড়দিনে মুক্তি পাবে এটি।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।