ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিয় নায়িকার সঙ্গে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
প্রিয় নায়িকার সঙ্গে… প্রিয় নায়িকা পূর্ণিমার সঙ্গে নিরব (বামে প্রিয়াংকা সরকার)

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছিলেন নিরব। এগুলো হলো— গাজী মাহবুব পরিচালিত ‘রাজা সূর্য খাঁ’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘আই লাভ ইউ’। এরপর বড়পর্দায় দু’জনের দেখা হয়নি। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) একটি ফ্যাশন হাউসের উদ্বোধনে গাজীপুরের জয়দেবপুর গিয়েছিলেন পূর্ণিমা ও নিরব। এর আগে উত্তরায় নিরবের ‘হৃদয় জুড়ে’ ছবির শুটিংয়ে এসেছিরেন পূর্ণিমা।

এখানেই নিরব তার প্রিয় নায়িকা পূর্ণিমার সঙ্গে পরিচয় করিয়ে দেন কলকাতার প্রিয়াংকাকে।

নিরব জানান, পূর্ণিমা তার প্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম। তার ইচ্ছেতেই দুই সময়ের দুই নায়িকার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে। পূর্ণিমা এ সময় নিরব সম্পর্কে জানতে চান প্রিয়াংকার কাছে। প্রিয়াংকা বলেন, ‘নিরবের সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে পারবো আর ক’দিন পর। তবে ব্যক্তি নিরব চমৎকার মানুষ। শুরু থেকেই আতিথেয়তা আমাকে মুগ্ধ করছে। ’

‘হৃদয় জুড়ে’ চলচ্চিত্রের শুটিংয়ে নিরব ও প্রিয়াংকা সরকার (ছবি: সংগৃহীত)রফিক সিকদারের ‘হৃদয় জুড়ে’ ছবিতে নিরবের নায়িকা প্রিয়াঙ্কা সরকার। ছবিটির শুটিংয়ে মাসখানেক বাংলাদেশে থাকবেন তিনি। এ দিকে পূর্ণিমা এখনও নতুন ছবির ঘোষণা দেননি। শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।