ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শখ-সুমনের যৌথযাত্রা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
শখ-সুমনের যৌথযাত্রা শখ ও এবিএম সুমন (ছবি: সংগৃহীত)

নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনচিত্রের জনপ্রিয় নাম আনিকা কবীর শখ। অন্যদিকে মডেল ও চিত্রনায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন এবিএম সুমন। এবার দুই শিল্পীকে পাওয়া যাবে একসঙ্গে। একটি পণ্যের গুণগান করবেন বলে হাত মিলিয়েছেন শখ-সুমন।

কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের নতুন পণ্য মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার এখন বাজারে। পণ্যটিকে সবার কাছে পৌঁছে দিতে কাজ করবেন শখ ও সুমন।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।  

সোমবার (১৩ মার্চ) অনাড়ম্বর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শখ ও সুমন। সেখানে জানানো হয়, এই দুই মডেল আগামি দুই বছর মিস্টার হোয়াইটের সব ধরনের প্রচারণামূলক কাজে অংশ নেবেন। পাশাপাশি মডেল হবেন একাধিক বিজ্ঞাপনেও। অচিরেই এর দৃশ্যধারণ শুরু হবে।

ছবি: সংগৃহীত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এই দুই তারকার সঙ্গে উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইশতিয়াক নাহিদ, হেড অব সেলস মো. সোহেল হাওলাদার, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।