ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের সঙ্গে নাচলেন রেখা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
শাহরুখের সঙ্গে নাচলেন রেখা রেখা ও শাহরুখ খান

গত বছর স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আজীবন সম্মননা দেওয়া হয়েছিলো বর্ষীয়ান অভিনেত্রী রেখাকে। সেখানে শ্রদ্ধা জানাতে রেখা অভিনীত ছবিগুলোর জনপ্রিয় কয়েকটি গানে নেচেছিলেন সোনম কাপুর। সে সময় সোনমের নাচে তাল মিলিয়ে দর্শকদের মন জয় করে নেন রেখা।

মজার তথ্য হলো, একই জিনিসের পুনঃরাবৃত্তি ঘটেছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের ৫০তম আসরে। এ সময় ‘মি. নাটওয়ারলাল’ ছবির ‘পরদেসিয়া’ গানে নেচেছেন রেখা।

এতে তার সঙ্গে পা মিলিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির এ গানে রেখার সঙ্গে নেচেছিলেন অমিতাভ বচ্চন।

কয়েক বছর ধরে রূপালি পর্দার আঁড়ালে রয়েছেন রেখা। তবে অধিকাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পাওয়া যায় ‘সিলসিলা’খ্যাত এই অভিনেত্রীকে।
 
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।