ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভের পর আমিরের প্রশংসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
অমিতাভের পর আমিরের প্রশংসা ছবি: সংগৃহীত

প্রসেনজিৎ অভিনীত নতুন বাংলা ছবি ‘ওয়ান’-এর ট্রেলার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। ক’দিন না যেতেই আমির খানও আনুষ্ঠানিকভাবে প্রসেনজিতের প্রশংসা করলেন।

বিরসা দাশগুপ্তের পরিচালনায় ‘ওয়ান’-এ নেতিবাচক চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ। টুইটারে ছবির ট্রেলার শেয়ার দিয়ে আমির লিখেছেন, ‘অসাধারণ ট্রেলার প্রসেনজিৎ।

টিমের সকলকে শুভেচ্ছা। ’ 

আমির সাধারনত ঘনিষ্ঠজনদের ছাড়া সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন না। প্রসেনজিৎ পাল্টা টুইটে লিখেছেন, ‘ধন্যবাদ। তোমার মতো বন্ধু পেয়ে আমি গর্বিত, যে সব সময় চ্যালেঞ্জ নিতে উৎহ দেয়। ’

এর আগে বিগ বি ট্রেলার শেয়ার করে টুইটারে লিখেছিলেন, ‘বাংলার তারকা প্রসেনজিৎ এবং বন্ধু…। ’  

জানা যায়, প্রসেনজিৎ তার অধিকাংশ ছবির ট্রেলার পাঠান সৌমিত্র চট্টোপাধ্যায় ও অমিতাভ বচ্চনকে। ভালো লাগার জায়গা থেকেই এবার ছবিটি নিয়ে নিজে থেকেই টুইট করেছেন অমিতাভ ও আমির।

* ‘ওয়ান’ ছবির ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।