ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তরুণ শিল্পীদের ‘মেলোডি উইথ বনি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
তরুণ শিল্পীদের ‘মেলোডি উইথ বনি’ ‘মেলোডি উইথ বনি’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান (ছবি: সংগৃহীত)

তরুণ কণ্ঠশিল্পী লিমন চৌধুরী, শাওন গানওয়ালা, কেয়া রহমান ও শাকিলা শুক্লার গাওয়া গান নিয়ে প্রকাশ হয়েছে মিশ্র অ্যালবাম। এর নাম ‘মেলোডি উইথ বনি’। গানগুলোতে সুর দিয়েছেন ও সংগীতায়োজন করেছেন বনি আহমেদ। 

সম্প্রতি ‘মেলোডি উইথ বনি’র প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। এতে শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন অ্যালবামটির পৃষ্ঠপোষক সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান নার্ড ক্যাসেল লিমিটেডের সিইও জহিরুল ইসলাম তাইমুন, বিটবার্ডস সলিউশনের সিইও খন্দকার আলী আসগর পাভেল।

আরও ছিলেন কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার, নির্মাতা চন্দন রয় চৌধুরী প্রমুখ।

অ্যালবামের পাঁচটি গান শোনা যাচ্ছে টিয়ারা স্টুডিওর ইউটিউব চ্যানেল, জিপি মিউজিক ও ই-টিউনসে। গানগুলো লিখেছেন টিএম সাব্বির ও সাইফ হাসনাত।
 
* ‘মেলোডি উইথ বনি’ অ্যালবামের অডিও: 

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।