ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফেঁসে যাচ্ছেন বিপাশা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ফেঁসে যাচ্ছেন বিপাশা! বিপাশা বসু (ছবি: সংগৃহীত)

ক্ষতিপূরণের দাবি করা অর্থ না দিলে ফেঁসে যাবেন বিপাশা বসু— পরিস্থিতি এখন এমনই। শেষ মুহুর্তে র‌্যাম্পে হাঁটতে অস্বীকৃতি জানানোর কারণে এই অভিনেত্রীর কাছ থেকে ২৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন আয়োজকরা।

এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের অর্থ দিতে ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বিপাশার বিরুদ্ধে। ভবিষ্যতে বিপাশা যাতে ব্রিটেনে কাজ করতে না পারেন, সে ব্যবস্থাও করছেন ফ্যাশন শোয়ের আয়োজক গুরবীর কউর ও রণিতা শর্মা।

বিপাশার ব্যবহারে অসন্তুষ্ট আয়োজক সংস্থা নায়িকার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ আনেন। তাদের বক্তব্য, বিপাশা তার স্বামী করণকে নিয়ে লন্ডনে ঘুরতে গিয়েছিলেন। ফ্যাশন শোতে যোগ দেওয়া উদ্দেশ্য নাকি তেমনটাই ছিলো! গুরবীর ও রণিতার মতে, তারা কর্মকর্তাদের খরচে লন্ডনে হানিমুন সেরেছেন।

রণিতা আগেই বলেছিলেন, ‘বিপাশা করণের সঙ্গে লন্ডনে পাঁচ রাত কাটাতে চেয়েছিলেন। শোয়ের জন্য আমরা অনেক আগেই হোটেল মেফেয়ারে ঘর নিয়ে রেখেছিলাম। কিন্তু হঠাৎ শেষ মুহূর্তে করণের জন্য ব্যবস্থা করার কথা ওঠে। সে সময় আমরা হোটেল মেফেয়ারে করণের জন্য ব্যবস্থা করতে পারিনি। আমরা ওর জন্য হোটেল মন্টকামে ব্যবস্থা করে দিই। সেটাও ফাইভ স্টার। প্রতিরাতের ভাড়া ৬০০ পাউন্ড। কিন্তু তাতে খুশি হননি বিপাশা।

বিপাশা বসু (ছবি: সংগৃহীত)এ ছাড়াও বিপাশা লন্ডনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে আমরা দুটো সিমকার্ড তাকে দিই। কিন্তু সেই সিমকার্ড বিপাশা সবার সামনে আমার মুখে ছুঁড়ে মারেন। তার রাগের কারণ সেই কার্ডে মাত্র ৫ পাউন্ড ভরা ছিলো। ’

ঘটনার পর নাকি রণিতা বিপাশার কাছে গিয়ে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু তাতেও মন গলেনি বিপাশার। শোয়ের দিন দরজা খোলেননি বিপাশা। ডিজাইনার ও মেকআপ আর্টিস্টরা ৮ ঘণ্টা অপেক্ষা করেন তার জন্য।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।