ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গানে গানে বাংলাদেশের গল্প (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
গানে গানে বাংলাদেশের গল্প (ভিডিও) বুশরা শাহরিয়ার ও জোঁয়াও প্যাডরো (ছবি: সংগৃহীত)

বুশরা শাহরিয়ার নিজে লেখেন, সুর করেন ও কণ্ঠ দেন। নিজের লেখা ও সুরে অনুপম রায়ের সংগীতায়োজনে গান গেয়ে এরই মধ্যে নজর কেড়েছেন বুশরা। এবার নিয়ে এসেছেন দেশের গান ও ভিডিও নিয়ে। 

‘ভালোবাসার বাংলাদেশ’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এক পর্তুগীজ তরুণ বেড়াতে এসে বাংলাদেশ দেখে মুগ্ধ হন— এমনই গল্প তুলে ধরা হয়েছে মিউজিক ভিডিওটিতে।

এতে বুশরার সহ মডেলও পর্তুগালের, নাম জোঁয়াও প্যাডরো। এটি তৈরি করেছেন নোমান রবিন। ক্যামেরায় ছিলেন নেপালের সারুন মানানধার।  

‘ভালোবাসার বাংলাদেশ’ গানের অডিও গ্রাহকরা জিপি মিউজিকে শুনতে পাচ্ছেন। স্বাধীনতার মাস উপলক্ষে ১৪ মার্চ গানের ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে বুশরা শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।  

* ‘ভালোবাসার বাংলাদেশ’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।