ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আঁখির জন্য গান বাঁধলেন আলাউদ্দিন আলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আঁখির জন্য গান বাঁধলেন আলাউদ্দিন আলী আলাউদ্দিন আলী ও আঁখি আলমগীর (ছবি: সংগৃহীত)

কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। চলচ্চিত্রের অনেক কালজয়ী গানের এই সুরস্রষ্টা সংগীতে এখন আর নিয়মিত নন। তবে শারীরিক অসুস্থতা দমিয়ে রাখতে পারেনি তাকে। জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীরের জন্য নতুন গান বাঁধলেন আলী। 

রোমান্টিক, বিরহ কিংবা আইটেম নাম্বার— সব ধরনের গানে সফল জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। টিভি লাইভ বা মঞ্চেও তার পরিবেশনায় মুগ্ধ দর্শক।

এরই ধারাবাহিতায় আঁখি নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে আসছেন। এখানে নিজের গানের সঙ্গে নেচেছেন তিনি।    

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে ক’দিন আগে একটি বৈশাখের গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। শহীদুল্লাহ ফরায়জীর কথায় ‘বৈশাখী মেলা’ শিরোনামের গানটির সুর দিয়েছেন ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। সম্প্রতি এ গানটিরই মিউজিক ভিডিওর দৃশ্যধারণে অংশ নেন আঁখি।

‘বৈশাখী মেলা’ গানের শুটিংয়ে আঁখি আলমগীর আলাউদ্দিন আলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে আঁখি বললেন, ‘আলী আঙ্কেলের সুরে এর আগে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হয়েছিলো। কিন্তু বৈশাখের গানটি সম্পূর্ণ আলাদা। তার সুরে এমন একটি আনন্দ-উৎসবের গানে কণ্ঠ দিতে পেরে দারুণ ভালো লাগছে। এটি আমার কাছে একটি পুরস্কার। ’

এদিকে ‘বৈশাখী মেলা’ গানটির মিউজিক ভিডিও নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী। আঁখি বলেন, ‘আমি সাধারণত নিজের গানের ভিডিও নিজের পছন্দে তৈরি করি। প্রথমবার অন্যদের তৈরি করা গানের ভিডিওতে অংশ নিলাম। সত্যি বলতে, বিরাট আয়োজন দেখে আমি অবাকই হয়েছি। বাংলা ঢোলকে ধন্যবাদ দিতে চাই, তারা শিল্পীকে সম্মান ও সম্মানি দেওয়ার বেলায় বেশ আন্তরিক। ভিডিওটি দারুণ হয়েছে। শুটিং বেশ উপভোগ করেছি, নাচে অংশ নিয়েও ভালো লাগছে। ’

‘বৈশাখী মেলা’ গানের শুটিংয়ের ফাঁকে অন্যদের সঙ্গে আঁখি আলমগীর ‘বৈশাখী মেলা’ গানটির ব্যয়বহুল ভিডিও তৈরি করেছেন আশিকুর রহমান। এতে কোরিওগ্রাফি করেছেন আরিফ রোহান। ভিডিওতে আঁখির সঙ্গে নেচেছেন ৩২ জনের নাচের দল। দেশের প্রথম স্বর্ববৃহৎ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম banglaflix.com.bd তে মিউজিক ভিডিওটি পাওয়া যাবে। এ ছাড়া গানটি শোনা যাবে বাংলা ঢোলের অ্যাপস ও যে কোনো অপারেটর থেকে ৪৬৪৬ নম্বরে ডায়াল করে।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।