ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্রীদেবী ফিরছেন মা হয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
শ্রীদেবী ফিরছেন মা হয়ে! শ্রীদেবী

স্বামী, সন্তান নিয়ে সুখের সংসার তার। তাই বলে আবার মা হচ্ছেন না শ্রীদেবী। মায়ের চরিত্র নিয়ে রূপালি পর্দায় ফিরছেন তিনি। বলা যায়, দ্বিতীয় ইনিংস শুরু করছেন শ্রীদেবী।

২০১২ সালে সবশেষ ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে অভিনয় করেছিলেন ৫৩ বছর বয়সী এই বলিউড তারকা। এরপর প্রায় ৫ বছর ছিলেন কাজের বাইরে।

শ্রীদেবীর কামব্যাক ছবির নাম ‘মম’।

এটি পরিচালনা করেছেন রবি উদায়ওয়ার। প্রযোজনায় বনি কাপুর। কেন্দ্রীয় চরিত্রেই থাকছেন তিনি। সম্প্রতি টুইটারে ছবিটির পোস্টার শেয়ার করেছেন শ্রীদেবী।  

‘মম’ ছবির পোস্টারজনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে ছবিতে আছেন অক্ষয় খান্না, অভিমন্যু সিং ও পীতবাস ত্রিপাঠি। শোনা যাচ্ছে, ছবিতে অতিথি চরিত্রে থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।