ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতায় শাকিব, থাইল্যান্ডে ফারিয়া, নেপালে শুভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
কলকাতায় শাকিব, থাইল্যান্ডে ফারিয়া, নেপালে শুভ শাকিব খান, নুসরাত ফারিয়া ও আরিফিন শুভ- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান দেশে নেই। নতুন ছবির কাজে ঢাকা ছেড়েছেন তিনি। অন্যদিকে একই সময়ে আরও দুই জনপ্রিয় চিত্রতারকাও দেশে নেই। তারা হলেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।

কলকাতায় ভেঙ্কটেশ প্রযোজিত শাকিব খানের নতুন ছবির শুটিং শুরু হয়েছে। ১৫ মার্চ এই ছবির শুটিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ঢালিউড সুপারস্টার শাকিব।

নাম চূড়ান্ত  না হওয়া ছবির শুটিংয়ে এরই মধ্যে তার যোগ দেওয়ার কথা। এতে শাকিবের বিপরীতে প্রথমবারের মতো কলকাতার নুসরাত ও সায়ন্তিকা অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন রাজীব বিশ্বাস।

এদিকে জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ এখন নেপালে। জাকির হোসেন রাজু পরিচালিত 'ভালো থেকো'র শুটিং নিয়ে ব্যস্ত তিনি। প্রথমবারের মতো এই ছবিতে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। নেপালের পোখরায় 'ভালো থেকো'র গানের শুটিং করছেন তারা। 'মন দিওয়ানা' শিরোনামের গানটি গেয়েছেন ইমরান। প্রযোজনায় দি অভি কথাচিত্র।

নুসরাত ফারিয়া জুটি বেঁধেছেন কলকাতার নায়ক জিতের সঙ্গে। ছবিটির শুটিং চলছে থাইল্যান্ডে। ১৪ তলা (২০০ ফুট) ভবনের ওপর থেকে লাফ দেওয়ার দৃশ্যে শুটিংয়ে ফারিয়া কোনো ডামি ব্যবহার করেননি, এই তথ্য জানা গেছে প্রযোজনার সংস্থা জাজের সূত্রে। জিৎ ও ফারিয়ার লাফিয়ে পড়ার ফটোগ্রাফ দেখে অনেকেই প্রশংসা করছেন। যৌথ প্রযোজনার ‘বস টু’র জন্য এমন সাহসী শট দিলেন ফারিয়া। একই ছবির শুটিং করার সময় আহত হন জিৎ।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।