ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দীপিকার পোশাক ফারিয়ার গায়ে (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
দীপিকার পোশাক ফারিয়ার গায়ে (ভিডিও) দীপিকা পাড়ুকোন ও নুসরাত ফারিয়া (ছবি: সংগৃহীত)

‘মানওয়া লাগে’ গানটি অনেকেরই পছন্দের। ‘হ্যাপি নিউইয়ার’ ছবির গানটিতে দীপিকা হাজির হয়েছিলেন কয়েকটি পোশাকে। এরই একটি পোশাক পরে নাচতে দেখা গেলো চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। ‘ধ্যাততেরিকি’ ছবির সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মোর ঘুমঘোর’ গানের উপস্থাপন ‘মানওয়া লাগে’র কথাই যেন মনে করিয়ে দেয়! 

গল্পের চরিত্রের প্রয়োজনে মারধর শিখেছেন নুসরাত ফারিয়া। যেনতন চরিত্র নয়।

সাত ভাইয়ের এক বোন হয়ে ভাইদের সঙ্গে নিয়মিত লাঠি খেলতে দেখা যাবে তাকে। আবার অন্যচিত্রও আছে। চরিত্রের প্রয়োজনে ‘ধ্যাততেরিকি’ ছবিতে নজরুল সংগীতের সঙ্গে ধ্রুপদী ঘরানার নাচে অংশ নিয়েছেন ফারিয়া। কিন্তু কে জানতো বলিউডের বিখ্যাত আরেকটি গানের অনুকরন হবে এটি! দুটি গান ভালো করে দেখলে পোশাক, নাচের মুদ্রাসহ আরও বেশ কিছু সাদৃশ্য চোখে পড়ে। গানটির কস্টিউম ডিজাইন করেছেন ফারিয়া ও পরিচালক নিজে।  

শামীম আহাম্মেদ রনির পরিচালনায় ‘ধ্যাতেতেরিকি’র জন্য কাজী নজরুল ইসলামের ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’ গানটিতে নতুন সংগীতায়োজন করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন নদী। পহেলা বৈশাখে মুক্তি পাবে এটি। ফারিয়ার পাশাপাশি এতে আছেন আরিফিন শুভ, রোশান প্রমুখ। এটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।  

দীপিকা ও ফারিয়ার পোশাক মিলে যাওয়ার ব্যাপারে মন্তব্য জানিয়েছেন পরিচালক রনি। শুক্রবার (১৭ মার্চ) সকালে তিনি বাংলানিউজকে বলেন, ‘ফারিয়াকে বেশির ভাগ সময় ওয়েস্টার্ন লুকে দেখা গেছে। এর থেকে বের করে নিয়ে অাসার জন্য বাঙালি পোশাক নির্বাচন করা হয়। পোশাক পছন্দ করার বেলায় আমরা অনেক কিছুই ঘাটাঘাটি করেছি। এ ক্ষেত্রে দীপিকার পোশাকের সঙ্গে মিলে যাওয়াটা কাকতালীয়। ’

* দীপিকার ‘মানওয়া লাগে’ গানের ভিডিও: 

* নুসরাত ফারিয়ার ‘মোর ঘুমঘোরে’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।