ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘তুমি আমি এক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
‘তুমি আমি এক’ প্রেমিক ভ্ল্যাড স্ট্যানেসক্যুর সঙ্গে সোফিয়া হায়াত

কথা রাখেননি সোফিয়া হায়াত। কিছুদিন আগেই সন্ন্যাসব্রত গ্রহণের কথা জানিয়েছিলেন এই মডেল। নিজের প্রতিজ্ঞা ভেঙে দিতে বেশি সময় নেননি। বোঝা যাচ্ছে আলোচনায় থাকার জন্যই এমনটা করেছিলেন ‘বিগ বস’ প্রতিযোগিতা থেকে উঠে আসা সোফিয়া। 

এদিকে ক’দিন আগে নিজের বাগদানের কথা জানিয়েছিলেন সোফিয়া। প্রেমিকের সঙ্গে ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও তার নামধাম কিছু জানাননি সোফিয়া।

যে ছবিগুলি তিনি পোস্ট করেছিলেন সেগুলো খুবই অন্তরঙ্গ। এবার প্রেমিকের নামও জানালেন সোফিয়া। বৃটিশ এই মডেলের প্রেমিকের নাম ভ্ল্যাড স্ট্যানেসক্যু।

সোফিয়া জানিয়েছেন, তার প্রেমিক রোমানিয়ার বাসিন্দা। তিনি একজন ইন্টেরিওর ডিজাইনার। কাজের জগতে প্রেমিক খুবই কৃতি বলে জানিয়েছেন সোফিয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলোতে প্রেমিকের প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন তিনি।

প্রেমিক ভ্ল্যাড স্ট্যানেসক্যুর সঙ্গে সোফিয়া হায়াতইনস্টাগ্রামে সোফিয়া ক্যাপশন দিয়েছেন এভাবে, ‘তুমি আমাকে অনেক সুখী করেছো। তোমার স্ত্রী হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। …তুমি আমি এক। ’

‘বিগ বস ৮’-এ অংশ নিয়ে প্রচারের আলোয় আসেন সোফিয়া। বলিউডের ‘সিক্স-এক্স’ ছবিতেও তাকে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।