ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকা আসছেন নাসিরউদ্দিন শাহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ঢাকা আসছেন নাসিরউদ্দিন শাহ ঢাকা আসছেন নাসিরউদ্দিন শাহ; ছবি- ফাইল ফটো

উপমহাদেশের শক্তিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ ঢাকায় আসছেন। চলচ্চিত্রে অধিক পরিচিতি পেলেও তিনি মঞ্চেও বিশিষ্ট। এবার মঞ্চে সরাসরি তার অভিনয় দেখতে পাবেন ঢাকার দর্শক। 

‘ইসমাত আপাকে নাম’ শিরোনামের নাটক নিয়ে আসছেন নাসিরউদ্দিন শাহ। তারই নির্দেশিত এই নাটকটি ঢাকায় নিয়ে আসছে ব্লুজ কমিউনিকেশনস।

প্রতিষ্ঠানটির ফসবুক পাতায় এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

সিটি ব্যাংক নিবেদিত এই নাটকটি দেখা যাবে আগামী ২১ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে। এতে আরও অভিনয় করছেন রত্না পাঠক শাহ ও হিবা শাহ। টিকিট মিলবে সিটি ব্যাংকের নির্ধারিত কয়েকটি শাখায়। টিকেটের দাম রাখা হবে ২০০০, ১৫০০ ও ১০০০ টাকা।  

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসও

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।