ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্ট্রিয়ার জঙ্গলে সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
অস্ট্রিয়ার জঙ্গলে সালমান খান সালমান খান (ছবি: সংগৃহীত)

‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির দৃশ্যধারণের জন্য বর্তমানে অস্ট্রিয়ায় রয়েছেন সালমান খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ক্যাটরিনা কাইফ।

তবে চমকপ্রদ ব্যাপার হলো, ছবির সকল অ্যাকশন দৃশ্যের নেতৃত্ব দিচ্ছেন হলিউডের স্ট্যান্ট পরিচালক টম স্টারটার্স। যিনি হিউ জ্যাকম্যান অভিনীত ‘এক্স ম্যান’-এ কাজ করেছেন।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবদনে জানা যায়, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর একটি দৃশ্যের জন্য অনেকগুলোর নেকড়ের সঙ্গে লড়াই করবেন সালমান খান। এজন্য অস্ট্রিয়ার বরফে ঢাকা জঙ্গলে যাবেন বলিউডের এই সুপারস্টার।

কবির খান পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।