ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মদ খেয়ে সুনীলকে মারধর করলেন কপিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
মদ খেয়ে সুনীলকে মারধর করলেন কপিল কপিল শর্মা ও সুনীল গ্রোভার (ছবি: সংগৃহীত)

ক’দিন আগে হবু স্ত্রীর নাম প্রকাশ করে খবরের শিরোনামে এসেছিলেন কপিল শর্মা। এবার সহকর্মী সুনীল গ্রোভারকে মারধর করার অভিযোগ উঠেছে জনপ্রিয় এই কমেডিয়ানের বিরুদ্ধে। তবে এ বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি কেউ।

এ প্রসঙ্গে ইউনিটের এক সদস্য জানান, ‘অস্ট্রেলিয়ায় শো করতে গিয়েছিলো টিম কপিল। সেখান থেকে ফেরার পথে বিমানেই মদ্যপ কপিল সুনীল গ্রোভারকে মারধর শুরু করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

পরে বিমানের কেবিন ক্রু এসে সেটি থামান। যদিও কপিলের এমন আচরণের জন্য সকলের কাছে সুনীলই ক্ষমা চেয়েছেন। ’

ওই সদস্য আরও জানান, ‘মারধর শুরুর আগে কপিল সুনীলকে উদ্দেশ্য করে বলেন, “তুই কে? তোর শো ফ্লপ হয়েছে। তুই আমার চাকর। ”

সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত জনপ্রিয় কমেডিয়ান শো ‘দ্য কাপিল শর্মা শো’-এর উপস্থাপক হিসেবে রয়েছেন কাপিল শর্মা। অন্যদিকে, একই অনুষ্ঠানে ড.মসুর গুলাটি, রিংকু ভাবী ও গুত্থি চরিত্রে দেখা যায় সুনীল গ্রোভারকে।  

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।