ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হৃতিককে নিয়ে দীপিকা-ক্যাটরিনার লড়াই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
হৃতিককে নিয়ে দীপিকা-ক্যাটরিনার লড়াই দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ (ছবি: সংগৃহীত)

হৃতিক রোশনকে নিয়ে পরবর্তী ছবি নির্মাণ করতে যাচ্ছেন ‘এক থা টাইগার’খ্যাত পরিচালক কবির খান। তবে বলিউডের এই সুপারস্টারের বিপরীতে কে থাকবেন এ নিয়ে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

এ প্রসঙ্গে কবিরের একটি ঘনিষ্ঠসূত্র বলেন, “ক্যাটরিনার খুব ঘনিষ্ঠ পরিচালক কবির খান। এমনকি তারা দু’জন ভালো বন্ধু।

এর আগে ‘ব্যাং ব্যাং’ ও ‘জিন্দেগি না মিলেগি দুবারা’ ছবির মাধ্যমে ক্যাটরিনা-হৃতিক জুটিকে বড় পর্দায় দেখেছেন দর্শকরা। এ কারণে নতুন একটি মুখ নিয়ে কাজ শুরু করতে চান কবির। ”

ওই সূত্রে আরও জানান, শুধু ক্যাটরিনা ও দীপিকা নন, এই দৌঁড়ে তাদের সঙ্গে আরও রয়েছেন ‘দিলওয়ালে’খ্যাত অভিনেত্রী কৃতি স্যানন।

দীপিকা এখন ব্যস্ত সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’র দৃশ্যধারণ নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে রণবীর সিং ও শহিদ কাপুরকে। অন্যদিকে, ‘জাগ্গা জাসুস’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা কাইফ। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর।     

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।