ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অর্জুনের সঙ্গে প্রেম করছেন সুনিলকন্যা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
অর্জুনের সঙ্গে প্রেম করছেন সুনিলকন্যা! অর্জুন কাপুর ও আথিয়া শেঠি (ছবি: সংগৃহীত)

সালমান খান প্রযোজিত ‘হিরো’ ছবির মধ্য দিয়ে ২০১৫ সালে বলিউডে পা রেখেছেন সুনিল শেঠির মেয়ে আথিয়া শেঠি। এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি তাকে। বর্তমানে ‘মুবারাকা’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে অর্জুন কাপুর।

এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, অর্জুন কাপুরের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে আথিয়া শেঠির। তবে এসব গুঞ্জন কানে নেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ২৪ বছর বয়সী এই তরুণীর ভাষ্য, ‘বলিউডে শুধু একটি ছবিতে অভিনয় করেছি। এরই মধ্যে কোনো প্রেমের সম্পর্কে জড়াতে চাই না। কেননা আমি আমার লক্ষ্যে পৌঁছুতে এবং কিছু অর্জন করতে চাই। সত্যি বলতে, আমি এসব বিষয়কে গুরুত্ব দেই না। ’

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।