ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কোনটা কেমন? (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
কোনটা কেমন? (ভিডিও) ‘সত্তা’ ও ‘সুলতানা বিবিয়ানা’ চলচ্চিত্রের পোস্টার (ছবি: সংগৃহীত)

শাকিব খান ও পাওলি জুটির প্রথম ছবি ‘সত্তা’ মুক্তির অপেক্ষায়। ৭ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে এটি। অন্যদিকে বাপ্পি ও আঁচল অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ বড়পর্দায় আসার কথা ২৪ মার্চ। ছবি দুটি পরিচালনা করেছেন যথাক্রমে হাসিবুর রেজা কল্লোল ও নবাগত হিমেল আশরাফ।   

কেমন হবে ছবি দুটি— এ নিয়ে চলছে আলোচনা। সম্প্রতি অনলাইনে ছাড়া হলো ছবি দুটির ট্রেলার।

এতে দর্শক কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন।
 
সোহানী হোসেনের গল্প ‘মা’ অবলম্বনে তৈরি হওয়া ‘সত্তা’ ছবিটিতে আরও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন, কাবিলা প্রমুখ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে ছবিটির জন্য গেয়েছেন জেমস, মমতাজ প্রমুখ।  

অন্যদিকে ভার্সেটাইল মিডিয়ার ছবি ‘সুলতানা বিবিয়ানা’র ট্রেলার এলো ১৯ মার্চ। ট্রেলারের দৈর্ঘ্য ৪ মিনিট। বাপ্পী ও আঁচল ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এতে গান করেছেন হাবিব ওয়াহিদসহ আরও অনেকে। ‘সুলতানা বিবিয়ানা’র চিত্রনাট্য লিখেছেন নিখোঁজ ফারুক হোসেন।  

* ‘সত্তা’র ট্রেলার: 

* ‘সুলতানা বিবিয়ানা’র ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।