ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিবারকে পথ দেখাবেন জ্যাকলিন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
বিবারকে পথ দেখাবেন জ্যাকলিন! জাস্টিন বিবার ও জ্যাকলিন ফার্নান্দেজ

মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ১০ মে গাইবেন সংগীতশিল্পী জাস্টিন বিবার। এখানে কানাডিয়ান এই তারকাকে সঙ্গ দেবেন বলিউডের নামিদামি তারকারা। তাদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সানি লিওন, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। 

তবে মজার তথ্য হলো, বিবারের ভারত সফরে তার ট্যুর গাইড হিসেবে থাকবেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এ নিয়ে উচ্ছ্বসিত এই সুন্দরী।

 

এ প্রসঙ্গে জ্যাকুলিনের ভাষ্য, ‘আমি বিবারের খুব ভক্ত। তার এই সফরে ভিন্নমাত্রা যোগ করতে বেশ কিছু বিষয় নিয়ে ভেবেছি। ট্যুর গাইড হিসেবে দেশের সংস্কৃতির সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেবো। ’

বিবারকে গেটওয়ে অব ইন্ডিয়া, ইস্কন মন্দির, কোলাবা, জহুর বিখ্যাত ফিল্ম সিটি স্টুডিও দেখানোর পরিকল্পনা করেছেন জ্যাকুলিন। এমনকি ধারাবি বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কানাডিয়ান এই তারকাকে নিয়ে সময় কাটাবেন বলেও জানিয়েছেন জ্যাকলিন।

আরও পড়ুন>>>
* ভারত মাতাবেন জাস্টিন
* জাস্টিন বিবারের সঙ্গে নাচবেন সানি লিওন

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।