ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অবিবাহিতা ও মধ্যবয়স্কা নারীরা কেমন? (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
অবিবাহিতা ও মধ্যবয়স্কা নারীরা কেমন? (ভিডিও) ‘সোনাটা’ ছবির দৃশ্য

অপর্ণা সেন, শাবানা আজমি ও লিলেট দুবে— এই তিনটি নামই একটি ছবির জন্য বিশেষত্ব। ‘সোনাটা’র বেলায় তাই ঘটেছে। ট্রেলারেই বাজিমাত করলো ছবিটি। 

অবিবাহিতা ও মধ্যবয়স্কা নারীদের জীবন-যাপনের চিত্র উঠে এসেছে ছবিটিতে। ‘সোনাটা’ মেয়েদের গল্প।

তবে ছেলে-মেয়ে সবাই সমান আগ্রহ নিয়ে দেখতে পারবেন। সম্প্রতি ইংরেজি এ ছবির ট্রেলার সারা ফেলেছে দুই বাংলায়। ছবিটির জন্য নির্মাতার অনুরোধে শাবানা আজমি গেয়েছেন দুটি রবীন্দ্রসংগীত।  

মারাঠি সাহিত্যিক মহেশ এলকুঞ্চওয়ারের নাটক ‘সোনাটা’-এর ওপর ভিত্তি করে অপর্ণা সেন তৈরি করেছেন ছবিটি। গল্পে অবিবাহিত মধ্যবয়স্ক তিন নারী থাকেন একসঙ্গে। অরুণা শিক্ষিকা, দোলন কাজ করেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ও সুভদ্রা করেন সাংবাদিকতা। ছবির প্রধান এ তিন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা-শাবানা-লিলেট।

* ‘সোনাটা’র ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।