ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিনজনের দেশের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
তিনজনের দেশের গান রাজীব, পুলক ও সমীর (ছবি: সংগৃহীত)

ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও পুলক নিজেদের গায়কীর কারণে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে সমীর গান গাওয়ার পাশাপাশি সংগীতায়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। স্বাধীনতার মাসে এই তিন শিল্পী আসছেন দেশের গান নিয়ে।  

সমীর ফিচারিং ‘বাংলাদেশ’ অ্যালবামের গানগুলোর শিরোনাম হলো— ‘লাল সবুজের বাংলাদেশ’, ‘স্বাধীনতা’ ও ‘লাল সবুজ পতাকায়’। নতুন এই অ্যালবাম প্রসঙ্গে সমীর বলেন, ‘সময় নিয়ে যত্ন করে গানগুলো তৈরি করেছি।

রাজীব ও পুলক গেয়েছেন প্রাণ খুলে। আমার বিশ্বাস গানগুলো সবার ভালো লাগবে। ’

‘বাংলাদেশ’ নামে তিন গানের ইপি আসছে সিডি চয়েসের ব্যানারে। গানগুলো লিখেছেন মাহফুজ বিল্লাহ শাহী ও রিয়াজ লিটন। সব গানের সংগীতায়োজন সমীরের।

২০০৮ সালের শেষের দিকে বাজারে আসে সমীরের প্রথম একক।

তার সুর-সংগীতে সবশেষ বের হয় মমতাজ ও ফজলুর রহমান বাবুর দ্বৈত অ্যালবাম ‘শূন্যবাড়ি’।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।