ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিরতিতে যাচ্ছেন আলিয়া! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
বিরতিতে যাচ্ছেন আলিয়া!  আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)

ক্যারিয়ারে মধ্যগগণে বিরতি টানতে চাইছেন আলিয়া ভাট! আর তাতেই গুঞ্জন উঠেছে, ‘বিয়ে করতে চলেছেন ভাটকন্যা’। ১৮ বছর বয়সে ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার’ ছবি দিয়ে আলোচনায় আসা আলিয়া ঠিক কী কারণে বিরতি নিতে চান?

তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ বক্স অফিসে এখনও পর্যন্ত ভালই ব্যবসা করছে। এবার নাকি মাস ছয়েকের বিরতি চান আলিয়া।

আলিয়া বললেন, ‘‘সেপ্টেম্বর নাগাদ শুটিং শুরু হচ্ছে আমার পরের ছবি ‘ড্রাগন’-এ। কাজটি শুরুর আগ পর্যন্ত বিরতি চাই। আসলে এ সময়টা নতুন কিছু করতে চাইছি। যেমন ধরুন, পিয়ানো বাজানো শিখবো, কত্থক শেখারও ইচ্ছে আছে। ’’ 

আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)২৪ বছর বয়সী আলিয়ার কথায়, ‘অভিনেত্রী হিসেবে নিজেকে আরও উন্নত করতে চাইছি। অভিনয় মানে শুধু এটা নয় যে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই মুহূর্তে যে অভিব্যক্তি আসবে সেটা দিয়ে যাবো। আরও অনেক কিছু চিন্তাভাবনা নিজের মধ্যে রাখতে হবে। সেই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করার চেষ্টা করছি। ’

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।