ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একসঙ্গে শুভ ও মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
একসঙ্গে শুভ ও মিম শুভ ও মিমের সঙ্গে ঈগল ডান্স কোম্পানির নৃত্যশিল্পীরা (ছবি: সংগৃহীত)

চলচ্চিত্রের ব্যস্ততম নায়ক-নায়িকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মিম। নাটক দিয়ে দু’জনের শুরু। এখন দু’জনই ব্যস্ত চলচ্চিত্রে। রুপালি পর্দায়ও একই ছবিতে (তারকাঁটা) অভিনয়ের অভিজ্ঞতাও হয়েছে। এবার নতুন মাত্রায় দর্শকের সামনে আসছেন শুভ-মিম। 

কালেভদ্রে বোকাবাক্সের অনুষ্ঠানে হাজির হন এই দুই তারকা। আড্ডা না হয় নাচ— এভাবেই অভ্যস্ত তারা।

এরই ধারাবাহিকতায় আবারও নাচবেন শুভ ও মিম। মজার তথ্য হচ্ছে, গানবাংলা টিভিতে তাদের ছয় মিনিট ব্যাপ্তির নাচের পরিবেশনা দেখা যাবে সরাসরি।

শুভ বাংলানিউজকে বলেন, ‘মিম ও আমার সঙ্গে নাচে অংশ নেবে তানজিলের ঈগল ডান্স কোম্পানির কিছু নৃত্যশিল্পী। কয়েকদিন ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার বিশ্বাস, এটি সবার কাছে উপভোগ্য হবে। ’

জানা যায়, নিজেদের অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কয়েকটি গানের অংশের সঙ্গে নাচবেন শুভ ও মিম। ২৪ মার্চ সন্ধ্যা ৭টায় গানবাংলা চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে শুভ-মিমের নাচ। একই আয়োজনে থাকবে অন্য তারকাদের পরিবেশনাও।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এসও    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।