ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টিজারে ঢুকে পড়লেন পরিচালক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
টিজারে ঢুকে পড়লেন পরিচালক! ‘অন্তর জ্বালা’র দৃশ্যে জায়েদ খান-পরী মনি এবং পরিচালক মালেক আফসারী (ছবি: সংগৃহীত)

নতুনত্ব বা ব্যতিক্রম দেখাতে ফার্স্টলুক টিজারে ঢুকে পড়লেন পরিচালক নিজে। মুক্তি প্রতীক্ষিত ‘অন্তর জ্বালা’ ছবির বেলায় এমনটি ঘটেছে। জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী এটি তৈরি করেছেন।

মালেক আফসারী গুণী ও সফল ও তারকা নির্মাতা। এক সময় তার নামে ছবি চলতো বলে অনেকেই গল্প করেন।

শুধু নায়ক-নায়িকা নয়, এই পরিচালকের নাম দেখেই হলে যেতেন দর্শক।

এখন ছবি তৈরি কমিয়ে দিয়েছেন তিনি। বিরতির পর শাকিব খান ও মাহিকে নিয়ে ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ছবিটি করেন। মাঝখানে হাতে নিয়েও জাজের ‘রক্ত’ ছবিটি ছেড়ে দেন। এবার আসছে পরী মনি-জায়েদ খান অভিনীত ‘অন্তর জ্বালা’। ধারনা করা হচ্ছে, ‘অভিনেতা’ জায়েদ ও ‘অভিনেত্রী’ পরীকে চেনা যাবে এই ছবিটিতে। কারণ এরই মধ্যে ‘ভিন্নতা’র ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে ছবিটিকে ঘিরে ব্যতিক্রমী কাণ্ড করলেন নির্মাতা। নায়ক-নায়িকাকে নিয়ে তৈরি দুই মিনিট ব্যাপ্তির টিজারের শেষে হাজির হলেন মালেক আফসারী নিজে। সদ্য প্রকাশিত টিজারটিতে তিনি দর্শককে ‘স্যালুট’ জানিয়েছেন।

‘প্রয়াত নায়ক মান্নার এক ভক্তকে নিয়ে ছবির গল্প। ছবিতে মান্না অভিনীত কিছু ছবির ফুটেজও দেখানো হবে। এই ছবির মধ্য দিয়ে মান্নাকে সম্মান জানাতে চাই’— ‘অন্তর জ্বালা’ ছবির মহরতে কথাগুলো বলেছিলেন পরিচালক মালেক আফসারী।

মন্দার বাজারেও ছবিটি নিয়ে দারুণ আশাবাদী তিনি। ‘অন্তর জ্বালা’ ফ্লপ হওয়ার কোনো কারণ নেই বলেও চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন সর্বোচ্চা পারিশ্রমিক নেওয়া নির্মাতা আফসারী।

‘এই ঘর এই সংসার’, ‘ধনী গরিব’, ‘ক্ষতিপূরণ’, ‘ঘৃণা’, ‘উল্টাপাল্টা’, ‘গীত’, ‘রাস্তার রাজা’, ‘লাল বাদশা’, ‘মরণ কামড়’, ‘মনের জ্বালা’ প্রভৃতি সুপারহিট ছবির স্রষ্টা মালেক আফসারীর ২৩ নম্বর নির্মাণ ‘অন্তর জ্বালা’। কিছু দিনের মধ্যে এটি দেশজুড়ে মুক্তি দেওয়া হবে।  

* ‘অন্তর জ্বালা’র ফার্স্টলুক টিজার: 

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।