ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অ্যালবাম আসছে, সুনিশ্চিত: ন্যানসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
অ্যালবাম আসছে, সুনিশ্চিত: ন্যানসি ন্যানসি, ছবি: সংগৃহীত

মঞ্চ পরিবেশনা নিয়ে ব্যস্ত জনপ্রিয় গায়িকা ন্যানসি। কালেভদ্রে গাইছেন মিশ্র অ্যালবামে। এরই মধ্যে নতুন খবর দিলেন তিনি। ন্যানসি জানালেন, পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হবে তার নতুন একক। 

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে ন্যানসি বলেন, ‘নতুন অ্যালবাম প্রকাশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। মিউজিক ভিডিওর পরিকল্পনাও রয়েছে।

আর কে কে কাজ করছেন এটা বলতে চাইছি না, তবে অ্যালবাম আসছে, এটা সুনিশ্চিত’।  

ন্যানসি জানান, কিছুটা ভিন্নভাবে সাজানো হচ্ছে নতুন এককটি। গানের কথা নির্বাচন থেকে শুরু করে সুর ও সংগীতে থাকছে ভিন্নতা।

ন্যানসির প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসা অধরা’, ‘রঙ’, ‘দুষ্টু ছেলে’ ও ‘ভালোবাসো বলেই’। নতুন অ্যালবামে ৩টি গান থাকছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।