ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইয়ুব বাচ্চুর গিটার ঝড়ে মাতোয়ারা দর্শক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
আইয়ুব বাচ্চুর গিটার ঝড়ে মাতোয়ারা দর্শক 'আইয়ুব বাচ্চু গিটার ঝড়ে মাতোয়ারা দর্শক। ছবি: বাংলানিউজ

চারদিকে সন্ধ্যা। শব্দ দুষণের শহরে একজন এলেন নৈশঃব্দের গিটার হাতে নিয়ে, 'সাউন্ড অব সাইলেন্স' এর গল্প বলতে। যেন প্রতীক্ষার অবসান হলো। 'আইয়ুব বাচ্চু গিটার বাজাচ্ছেন'- এই দৃশ্যটা চোখের পাতায় নিয়ে ঘরে ফেরার অনুভূতি ছড়িয়ে পড়লো জনে জনে।

বলা হচ্ছে শুক্রবারে (২৪ মার্চ) সন্ধ্যার কথা। ‘বাংলাফ্লিক্স প্রেজেন্টস সাউন্ড অব সাইলেন্স’ নামে নিজের প্রথম একক গিটার শোর স্বপ্ন পূরণ হলো বাচ্চুর।

একই সঙ্গে দিনটি স্মরণের খাতায় তুলে রাখবেন অগণিত বাচ্চুভক্ত। কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তন কানায় কানায় পূর্ণ। মঞ্চে উঠেই শুভেচ্ছা বক্তব্য রাখলেন গিটারের এই জাদুকর।

সাড়ে ছয়টার পরপর দেখা দিলেন বাচ্চু। গ্যালারি থেকে ভেসে আসতে লাগলো 'লাভ ইউ বস' রব। জবাবে তিনিও বললেন 'লাভ ইউ'। 'আইয়ুব বাচ্চু গিটার ঝড়ে মাতোয়ারা দর্শক।  ছবি: বাংলানিউজচারজন সাথী নিয়ে জনপ্রিয় এই গায়ক শুরু করলেন প্রথম পরিবেশনা। শুরুতেই মাত...!  প্রায় দশ মিনিট রক সুরে মুগ্ধ করলেন ভক্তদের। বাচ্চুর গিটারের ঝড় চলবে দুই ঘণ্টা। এক সময় যার গিটার কেনার টাকা ছিলো না। এখন তার বাদন শোনার জন্য এতে আগ্রহ চারদিকে। এখানেই বাচ্চুর সাফল্য। এটাই গিটারের জয়।

আইয়ুব বাচ্চু আগেই জানিয়েছিলেন দেশের ছয়টি শহরে একইভাবে গিটার শোনাবেন তিনি। আজকের আয়োজন সফল হতে যাচ্ছে বলে মনে করেন আয়োজকরা। 'আইয়ুব বাচ্চু গিটার ঝড়ে মাতোয়ারা দর্শক।  ছবি: বাংলানিউজআইয়ুর বাচ্চুর ‘বাংলাফ্লিক্স প্রেজেন্টস সাউন্ড অব সাইলেন্স’ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, বাংলাদেশ প্রতিদিন ও রেডিও টুডে। আর কনসার্ট পার্টনার বাংলা ঢোল।  আইয়ুব বাচ্চুর এই পরিবেশনা লাইভ দেখা যাচ্ছে বাংলা ঢোল ও বাংলাফ্লিক্স এর ফেসবুক পেজে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এসও/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।