ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শহিদ-কারিনার প্রেম ‘ওয়ার্ল্ড সিক্রেট’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
শহিদ-কারিনার প্রেম ‘ওয়ার্ল্ড সিক্রেট’! শহিদ কাপুর ও কারিনা কাপুর (ছবি: সংগৃহীত)

অতীতকে অস্বীকার করার সুযোগ নেই। শোবিজ তারকাদের বেলায় এটা আরও ধ্রুব সত্য। যে কোনো সময়েই ভেসে উঠতে পারে প্রিয় বা অপ্রিয় সব স্মৃতি। বলিউড অভিনেতা শহীদ কাপুরের বেলায় কী এমনটিই ঘটেছে! 

সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে শহিদকে তার অতীত নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তার পুরনো প্রেমের কথা।

শুনে দৃশ্যতই অবাক হয়ে যান শহিদ। উল্টো প্রশ্ন করেন, কী তার সেই গোপন অতীত যা প্রশ্নকর্তা জানেন? তখন কারিনা কাপুরের সঙ্গে তার প্রেমের প্রসঙ্গ আনা হয়। শহিদের তাৎক্ষণিক জবাব, ‘এটা আর কী করে গোপন ব্যাপার? এটাতো সকলে জানে। ওয়ার্ল্ড সিক্রেট। ’

বিয়ে করেছেন দু’জনেই। সন্তানের বাবা-মাও হয়েছেন। তবুও অতীত প্রেম এখনও পিছু ছাড়েনি শহিদ-কারিনার। শহিদের মতে, তাদের সেই সম্পর্ক ‘ওয়ার্ল্ড সিক্রেট’!

২০০৪- ০৭ পর্যন্ত নাকি সম্পর্ক ছিলো কারিনা ও শহিদের মধ্যে। এই দুই তারার শেষ ছবি ‘যব উই মেট’। ব্রেকআপের পর কারিনা প্রেমে পড়েন সাইফ আলি খানের। বিয়েও হয় তাদের। দু’বছর আগে শহিদ বিয়ে করেন মীরা রাজপুতকে। মেয়ে মিশাকে নিয়ে পারিবারিক জীবনে সুখী শহিদ-মীরা।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।