ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিষ্টির ‘জান্নাত এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
মিষ্টির ‘জান্নাত এক্সপ্রেস’ রিয়াজ, মিষ্টি জান্নাত ও মিশা সওদাগর (ছবি: সংগৃহীত)

চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের নতুন ছবি ‘তুই আমার’ মুক্তির পথে। এদিকে ব্যবসায়ীর খাতায় নাম লিখেয়েছেন তিনি। ফ্যাশন হাউসের উদ্বোধন করলেন। ছবির পোস্টার খোলা, ফ্যাশন হাউসের ফিতে কাটা আর মিষ্টিমুখ— সবই হলো এক অনুষ্ঠানে! 

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলের তৃতীয় তলায় ‘জান্নাত এক্সপ্রেস’ নামের একটি ফ্যাশন হাউজের উদ্বোধন করেছেন এই নায়িকা। পাশাপাশি মুক্তির অপেক্ষায় থাকা ‘তুই আমার’-এর পোস্টারের মোড়ক উম্মোচন করা হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা অমৃতা খান, বিপাশা কবির, চিত্রনায়ক শিপন প্রমুখ।  

মিষ্টি জান্নাত বলেছেন, “রুচিশীল ও ফ্যাশনেবল পোশাক পাওয়া যাবে ‘জান্নাত এক্সপ্রেস’-এ। খুব শিগগিরই ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কেও এর শাখা চালু করবো। ”

নায়িকা আরও জানান, ২১ এপ্রিল মুক্তি পাবে সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’। এতে মিষ্টির নায়ক সাইমন সাদিক।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭  
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।