ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বাধীনতার দিনে ‘ভুবন মাঝি’ দেখলে মিলবে জাতীয় পতাকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
স্বাধীনতার দিনে ‘ভুবন মাঝি’ দেখলে মিলবে জাতীয় পতাকা ক্যাপশন: ‘ভুবন মাঝি’ ছবির দৃশ্যে পরমব্রত ও অপর্ণা

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ আবার ফিরেছে ঢাকার প্রেক্ষাগৃহে। স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (২৪ মার্চ) থেকে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও বলাকা হলে চলছে ছবিটি। এই তিন হলের দর্শকরা ছবিটি দেখার বিনিময়ে উপহার হিসেবে পাচ্ছেন জাতীয় পতাকা।

নির্মাতা ফাখরুল আরেফিন খান জানান, মুক্তির পর থেকে আলোচনায় এসেছে ছবিটি। ২৬ মার্চ ছবিটির টিকেটের সঙ্গে ঢাকার তিন হলের দর্শকদের ‍উপহার হিসেবে মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকা ও পতাকা ব্যবহারের নীতিমালা দেওয়া হচ্ছে।

‘ভুবন মাঝি’ টিম ‘আমার পতাকা আমার বাংলাদেশ’ শীর্ষক যে ক্যাম্পেইন শুরু করেছিলো, ২৬ মার্চ এটি শেষ হচ্ছে।

সরকারি অনুদানে তৈরি ‘ভুবন মাঝি’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।