ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গান গাইলেন করণ জোহর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
গান গাইলেন করণ জোহর করণ জোহর

‘কাভি খুশি কাভি গাম’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো জনপ্রিয় ছবি প্রযোজনা করে দর্শকদের মন জয় করেছেন করণ জোহর। শুধু প্রযোজনা নয়, বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের আসনেও দেখা যায় তাকে। এমনকি অভিনয় ও নৃত্য দক্ষতাও রয়েছে বলিউডের এই নির্মাতার।

এতোসব গুণের পর এবার তার আরও একটি গুণের কথা জানা গেলো। বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শেখর রাভজিয়ানির সুরে গান গেয়েছেন করণ।

ইতিমধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে বলেও জানা গেছে।

করণের গান রেকর্ডিংয়ের সময়ের একটি স্থিরচিত্র টুইটারে শেয়ার করেছেন শেখর। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জন্য একটি গান গাইলেন করণ। ’   

গান গাওয়ার সুযোগ করে দেওয়ায় শেখরকে ধন্যবাদ জানিয়েছেন করণ।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।