ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বাধীনতা দিবসে এলভিনের বিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
স্বাধীনতা দিবসে এলভিনের বিয়ে নবদম্পতি ফাহাদ রিয়াজী ও তাসনুভা এলভিন (ছবি: সংগৃহীত)

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা এলভিন বিয়ে করেছেন। বিয়ের জন্য বেছে নিয়েছেন স্বাধীনতা দিবসকে। রোববার (২৬ মার্চ) দুপুরে ব্রাক্ষ্মণবাড়িয়ায় এলভিনের গ্রামের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে আসা এই অভিনেত্রীর বরের নাম ফাহাদ রিয়াজী। পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

 ফাহাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো তার। এলভিনের দৃষ্টিতে ‘খুবই ভালো মনের একজন মানুষ ফাহাদ’।  

ফাহাদ পেশায় একজন মার্চেন্ডাইজার। একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে তিনি কর্মরত রয়েছেন। ফাহাদের গ্রামের বাড়ি ঈশ্বরদী। ডিসেম্বরে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।