ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাতীয় সংগীত গাইলেন শাফিন আহমেদ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
জাতীয় সংগীত গাইলেন শাফিন আহমেদ (ভিডিও) শাফিন আহমেদ, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ কণ্ঠে তুলেছেন জাতীয় সংগীত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন গুণী এই গায়ক।

২৬ মার্চ শাফিনের গাওয়া জাতীয় সংগীতটি ফেসবুকে আপলোড করা হয়েছে। গানটি নিয়ে শাফিন আহমেদ লিখেছেন, ‘৪৬ বছর আগে স্বাধীনতা অর্জন করলেও জাতীয় সংগীত এখনো শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে।

আসুন আমরা আমাদের দেশকে যথাযথ সম্মান দেখাই এবং গড়ে তুলি এক সুন্দর জন্মভূমি। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ’

জনপ্রিয় ব্যান্ড মাইলসের বিষয়ভিত্তিক অনেক গান জনপ্রিয় হয়েছে শাফিনের কণ্ঠে। এর বাইরে এককভাবেও তিনি অনেক গান গেয়েছেন। নজরুল সংগীত পরিবেশনায়ও খ্যাতি পেয়েছেন শাফিন।  

* শাফিন আহমেদের কণ্ঠে জাতীয় সংগীত

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।